“বাংলার গান ও কথা” অনুষ্ঠানে ইউনিভার্সিটি অফ সাস্কাচুয়ান এর বাংলাদেশী ছাত্র -ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছাত্র জীবনে নিজেদের জ্ঞানের পরিধি বাড়াবার জন্য, নতুন পরিবেশ এবং সংস্কৃতির সাথে অভিযোজন ক্ষমতা বাড়াবার জন্য এবং আন্ত: সাংস্কৃতিক শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য ক্যাম্পাস কমিউনিটি’র অপ্রাতিষ্ঠানিক শিক্ষনীয় কার্যক্রমের সাথে ছাত্রদের সম্পৃক্ত করা কতটা জরুরী সে বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়ে গেলো।
এই আলোচনায় অংশ গ্রহণ করেছিল অদিতি দাস গুপ্তা, আয়েশা খান মাসাবা , আশা রায়, আব্দুল হালিম, ফাহমিদা খন্দকার টুম্পা। এছাড়াও বিশেষভাবে সহযোগিতা করেছেন সৌগাত, কুমকুম আজাদ, রঞ্জন দত্ত এবং অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জেবুননেসা চপলা।
আপনারা ‘ বাংলার গান ও কথা ‘ শুনতে পাবেন প্রতি রবিবার সাস্কাটুন সময় সকাল ১০.০০ টায় , বাংলাদেশ সময় রবিবার রাত ১০.০০ টায় , কলকাতা সময় রাত ৯.৩০ টায় , টরন্টো , অটোআ , নিউ ইওর্ক এবং মন্ট্রিয়েল সময় সকাল ১২ টায়, অস্ট্রেলিয়া সময় ভোর ২.৩০ আর লন্ডন সময় দুপুর ৩.০০ টায় শুনতে পাবেন CFCR ৯০.৫ এফ এম এ অথবা সরাসরি অনলাইনেও শুনতে পারেন নিচের লিঙ্কটিতে ক্লিক করে –
http://www.cfcr.ca/onair পৃথিবীর যেকোনো প্রান্ত হতে।
‘বাংলার গান ও কথা’ নিজে শুনুন এবং অন্যকে শুনতে উৎসাহিত করুন। “আমি বাংলায় ভালোবাসি, আমি তাঁরই হাত ধ’রে পৃথিবীর মানুষের কাছে আসি…………”.
Your email address will not be published. Required fields are marked *
test 2 ...
test ...
hi thi is test ...