পাট ভাঙা ধুতি-পাঞ্জাবিতে অভ্যস্ত মানুষ হলেও সাধারণ মানুষের সাথে মিশতে ভালবাসেন। সাবেকিয়ানার রাজনীতিকদের পরম্পরা মেনে পশ্চিমবঙ্গে এখন যে তিন-চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব এখনো ধুতি-পাজাবিতেই স্বাচ্ছন্দবোধ করেন তাদের অন্যতম প্রদীপ ভট্টাচার্য। ছাত্রাবস্থা থেকেই তিনি কংগ্রেসের সাথে জড়িত। কখনো দল ছেড়ে বাড়তি সুবিধার আশায় অন্য দলে যাননি। মাঠে-ময়দানে নেমে রাজনীতি করতে পছন্দ করেন। ভেদাভেদ দেখেন না হিন্দু-মুসলিমে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, একজন হিন্দু ব্রাহ্মণ সন্তান হয়ে কিভাবে ব্যাখ্যা করবেন পবিত্র রমজান মাসের মাহাত্ম্যকে?
সামান্যতম সময়ক্ষেপণ না করেই প্রদীপ ভট্টাচার্য বলতে শুরু করেন, ‘ইসলাম অনুসারীদের কাছে রমজান পবিত্রতম মাস। এই মাসে ধর্মগ্রন্থ কুরআন শরিফের আবির্ভাব হয়েছিল। এটা কোনো মানুষের লেখা নয়, ইসলাম অনুসারীরা বিশ্বাস করেন, এটা স্রষ্ঠার বাণী। মানুষের জীবনযাপন কেমন হওয়া উচিত তারই দিক নির্দেশনা দেয়া আছে ওই মহাগ্রন্থে। সেই হিসাবে রমজান মাসের বিশেষ গুরুত্ব রয়েছে।’
তিনি বলেন, ‘ইসলাম ধর্মের পদ্ধতি ও বিধি মেনে এই গোটা মাস ধরে যে রোজা বা উপবাস পালন করা হয়, তা শরীর মন ও আত্মার জন্য খুবই জরুরি। রোজা ধর্মীয় বিধান হলেও বিজ্ঞান ভিত্তিক। দীর্ঘ সময়ের উপবাস শরীরকে রেস্ট দেয়, এর ফলে মনের ভেতর প্রশান্তির সৃষ্টি হয়। এটি শুধু ব্যক্তির আত্ম সংযম নয়, সবাই যদি আত্মসংযম করে, তা হলে পরিবর্তন হয় সমাজ ব্যবস্থার।’
প্রদীপ ভট্টাচার্যের মতে, ‘ইসলাম পুরোপুরি নিয়মানুবর্তিতার ধর্ম, ইসলাম মানে শান্তি। অথচ সেই ইসলাম অনুসারীদের সাথে সন্ত্রাসবাদ জুড়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমদের ওপর অত্যাচার, ধর্মীয় আচরণে বাধা, এমনকি তাদের ঘর-বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। ভাবতে অবাক লাগে, এই পবিত্র রমজান মাসে, যখন মুসলিমরা রোজা রেখে সংযম ব্রত পালন করছেন, ঠিক সেই সময় মধ্যপ্রদেশ, দিল্লিসহ একাধিক স্থানে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে দেয়া হচ্ছে। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাই।’
Your email address will not be published. Required fields are marked *
test 2 ...
test ...
hi thi is test ...