চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশিবারের শিরোপাজয়ী ক্লাব রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টে তাই সবসময়ই বাড়তি প্রত্যাশা থাকে লস ব্লাঙ্কোসদের নিয়ে। এবার শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে দুটি দারুণ ম্যাচ জিতে সেমিতে উঠেছে তারা। তবে সেমিফাইনালে উঠাকেই বড় কৃতিত্ব মানছেন না দলটির কোচ কার্লো আনচেলত্তি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। পিএসজি ও চেলসিকে হারিয়ে তারা এসেছে সেমিফাইনালে। দুটি ম্যাচেই লড়তে হয়েছে শেষ অবধি। তবে শিরোপা জয় ছাড়া কোনো কিছুই যে কৃতিত্ব হিসেবে দেখা যাবে না সেটা মানছেন রিয়াল কোচ।
তিনি বলেছেন, ‘আমি বলব না, চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে উঠা রিয়াল মাদ্রিদের জন্য বড় কৃতিত্ব। আমাদের ইতিহাস সবসময় আমাদেরকে ফাইনালে উঠতে পুশ করে। কৃতিত্ব হলো ফাইনালে উঠা ও শিরোপা জেতা।
‘চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস আমাদের জন্য অনেক বেশি কিছু। টুর্নামেন্টে বাকি যেকোনো প্রতিযোগিদের চেয়েও বেশি। বছরের পর বছর রিয়াল মাদ্রিদ এ টুর্নামেন্টে যে ইতিহাস গড়ে তুলেছে, তা খেলোয়াড়দের এই জার্সির ওজন অনুভব করতে সহায়তা করে। এটি একটি ইতিবাচক দিক, নেতিবাচক নয়।’
সেমিফাইনালে উঠা দুই স্প্যানিশ ক্লাবকে যে কেউ হিসাবে রাখেনি, সেটাও মনে করিয়ে দিয়েছেন আনচেলত্তি, ‘সেমিতে পৌঁছানো দুটি দল আছে যাদের কেউ আশাও করেনি। তারা রিয়াল মাদ্রিদ এবং ভিয়ারিয়াল, যারা এখন যোগ্য দল হিসেবে ফাইনালের জন্য লড়বে।’
‘শনিবার কি হতে পারে সে সম্পর্কে আমরা ভাবছি না। আমরা লা লিগা জয়ের খুব কাছাকাছি। এটা এ মুহূর্তে ঘরে বসে জেতার মত। আমরা খুব খুশি যে, ১ মাস হাতে রেখে আমরা কোনোরকম বাড়তি চাপ ছাড়া এটি জিততে যাচ্ছি।’
রিয়ালে নিজের ফেরা নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘কেন আমি মাদ্রিদে ফিরে আসলাম? কারণ রিয়ালে একজন কোচের প্রয়োজন ছিল। ফিরে আসাটা দারুণ একটা ব্যাপার, এটা সবসময় স্বপ্ন ছিল। এই সিদ্ধান্ত আমার না। রিয়াল মাদ্রিদের আমার প্রতি আত্মবিশ্বাস ছিল আর এখন আমি এটা উপভোগ করছি।’
Your email address will not be published. Required fields are marked *
test 2 ...
test ...
hi thi is test ...