ফটোগ্রাফার হয়েছেন কিন্তু জাপানের বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ফুজিফিল্মের নাম শুনেননি, এমনটা হতেই পারে না। ফুজিফিল্মের ক্যামেরা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা উন্মোচন করে প্রতিষ্ঠানটি ক্যামেরাপ্রেমীদের মাঝে তাদের জনপ্রিয়তা বাড়িয়েই চলেছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের নতুন ক্যামেরা উন্মোচন করেছে। এই ক্যামেরা দিয়ে ছবি তোলার সঙ্গে সঙ্গে ছবি প্রিন্টও করা যাবে।
ইনট্যাক্স সিরিজের ক্যামেরাটির মডেল ‘ইনস্ট্যাক্স মিনি ইভো’। রয়েছে প্রিন্ট লিভার, লেন্স ডায়াল এবং ফিল্ম ডায়াল সুবিধা। লেন্স ডায়াল এবং ফিল্ম ডায়ালের মাধ্যমে ব্যবহারকারীরা উন্নতমানের ছবি তুলতে পারবেন। প্রিন্ট লিভারের সাহায্যে ছবি তোলার সঙ্গে সঙ্গে সেই ছবি প্রিন্টও করা যাবে।
এই ডিভাইসটিতে ১০০টিরও বেশি শুটিং মোড সুবিধা রয়েছে, এর ফলে দুর্দান্ত ফটোগ্রাফি করা সম্ভব। ক্যামেরাটিতে ৩ ইঞ্চির এলসিডি মনিটর দেওয়া হয়েছে। এর মাধ্যমে ছবি তোলার পাশাপাশি ব্যবহারকারীরা লাইভ প্রিন্ট করার অপশনও পেয়ে যাবেন।
নতুন মডেলের ফুজিফিল্মের এই ক্যামেরাটি কিনতে খরচ করতে হবে ২৮ হাজার টাকা।
Your email address will not be published. Required fields are marked *
test 2 ...
test ...
hi thi is test ...