হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় কিছু ওষুধে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বৈঠকে ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বৈঠক এই মাত্র শেষ হলো। ম্যাডামের কিছু ওষুধে পরিবর্তন আনা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার হলেও মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আসবেন। কালও মেডিকেল বোর্ডের বৈঠক হবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে, সিসিইউর সব সুবিধা সাবেক এ প্রধানমন্ত্রীর কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
১১ জুন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সকালে তার এনজিওগ্রাম করা হলে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং বসানো হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
test 2 ...
test ...
hi thi is test ...