বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) জাতীয় কাউন্সিল অধিবেশন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ জুন) গুলশানের দলীয় প্রধানের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জাতীয় কাউন্সিল সফল করার লক্ষে দলের মহাসচিবকে আহ্বায়ক করে কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী ২৬ জুলাই দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী আগস্ট মাস থেকে দলের সব জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মওলানা ভাসানী, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া, শফিকুল গনি স্বপন, প্রেসিডিয়াম সদস্য ভাষা সৈনিক গোলাম সারওয়ার খান, আবদুস সালাম মাস্টার, সুব্রত বারুরী, ভাইস চেয়ারম্যান নাজির আহমেদ, রেহানা আক্তার, চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান গনি শিকদার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি ওয়াজিউল্লাহ অজুসহ প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মুনির এনায়েত মল্লিক, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, আতিকুর রহমান, মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মিতা রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. আমজাদ হোসেন প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
test 2 ...
test ...
hi thi is test ...