অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে দাপট দেখানো উইন্ডিজ দ্বিতীয় দিনেও শুরুতেও বেশ উজ্জ্বল ছিল। এদিন প্রথম সেশনে মাত্র এক উইকেট হারায় তারা। তবে দ্বিতীয় সেশনের শেষদিকে এসে স্বাগতিকদের চেপে ধরেছে বাংলাদেশ দল। স্পিনার মেহেদী হাসান মিরাজ আর পেসার খালেদ আহমেদের কল্যাণে দ্বিতীয় সেশনে স্বস্তি ফিরেছে সফরকারী শিবিরে।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। চা বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩১ রানের সংগ্রহ পেয়েছে তারা। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের করা ১০৩ রান টপকে বর্তমানে ১২৮ রানের লিডে আছে উইন্ডিজ। সেই লিড আরও বাড়িয়ে নিতে জার্মেইন ব্ল্যাকউড ৫৩ এবং আলজারি জোসেফ ০ রানে তৃতীয় ও শেষ সেশনে শুরু করবেন।
২ উইকেটে ৯৫ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজ দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটে স্কোর বোর্ডে তোলে ১৫৯ রান। যেখানে লিড দাঁড়ায় ৫৬ রানের। অপরাজিত দুই ব্যাটসম্যান ব্র্যাথওয়েট ৭৫ আর ব্ল্যাকউড ৯ রানে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামেন।
ব্যক্তিগত রানের সঙ্গে দলীয় লিড বাড়িয়ে শতকের দিলে ছুঁটছিলেন ব্র্যাথওয়েট। তবে তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেননি খালেদ। একই লেংথে টানা বল করে গেছেন এই পেসার, তাতে বেশ কয়েকবার মনোযোগ হারিয়ে বসেন উইন্ডিন অধিনায়ক। সেই সুযোগে আরো চেপে ধরেন তাকে খালেদ। তাতেই আসে সাফল্য।
খালেদের লেংথ ডেলিভারিতে ব্যাকে গিয়ে অনসাইডে খেলতে চেয়েছিলেন ব্র্যাথওয়েট। কিন্তু বল ব্যাট মিস করে লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। ব্র্যাথওয়েট রিভিউ নেওয়ার চেষ্টা করেননি। প্রথম দিন থেকে বাংলাদেশকে ভোগানো ব্র্যাথওয়েট থামেন ৯৪ রানে। ২৬৮ বলে ৯ চারে এই ইনিংসটি সাজিয়েছেন তিনি।
বাকি দুই পেসার মুস্তাফিজুর রহমান আর এবাদত হোসেনও ৮০ ওভারের পর পাওয়া নতুন বলে আলো ছড়িয়েছেন। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলেছেন, তবে উইকেট আদায় করতে পারেননি। পেসাররা ভালো করলেও উইকেটের খোঁজে অফ স্পিনার মিরাজকে অ্যাটাকে আনেন সাকিব, তাতে মেলে সাফল্য। চা বিরতির আগে জোড়া আঘাত মিরাজের।
শুরুতে কাইল মায়ার্সকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান এই অফ স্পিনার। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। বাংলাদেশ রিভিউ নিলে সেটি পক্ষে আসে। দুই রিভিউ হারানোর পর এই প্রথম রিভিউ থেকে সফলতা পেল বাংলাদেশ। ২৪ বলে ৭ রান করেন মায়ার্স। মিরাজের পরের ওভারে সাজঘরে ফেরেন জশুয়া সিলভা। উইকেটের পিছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ বানিয়ে জশুয়াকে ফেরান ব্যক্তিগত ১ রানে।
তবে অন্যপ্রান্তে অর্ধশতক তুলে নেন ব্ল্যাকউড। চা বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩১ রানের সংগ্রহ পেয়েছে উইন্ডিজ। প্রথম ইনিংসে ১২৮ রানের লিডে পেয়ে গেছে তারা। সেই লিড আরও বাড়িয়ে নিতে ব্ল্যাকউড ৫৩ এবং আলজারি জোসেফ ০ রানে তৃতীয় ও শেষ সেশনে শুরু করবেন।
Your email address will not be published. Required fields are marked *
test 2 ...
test ...
hi thi is test ...