সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৫টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় প্রস্তাবগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৭৫০ কোটি টাকা।
বুধবার (২২ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী।
অতিরিক্ত সচিব বলেন, আজকে অর্থনৈতিক কমিটির অনুমোদনের জন্য ২টি এবং সরকারি ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগের থেকে পাঠানো সব প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, অনুমোদিত প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪টি, স্থানীয় সরকার বিভাগের ৪টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, রেলপথ মন্ত্রণালয়ের ৩টি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬ হাজার ৭৫০ কোটি ২৪ লাখ ৯ হাজার ৩০৬ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ১২৯ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৫০৯ টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে পাওয়া যাবে ৫ হাজার ৬২০ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৭৯৭ টাকা।
Your email address will not be published. Required fields are marked *
test 2 ...
test ...
hi thi is test ...