কিছুদিন আগে এক সহকর্মী মোটামুটি দুঃখ নিয়েই বললেন, তাঁর এত সাধের স্মার্টফোনে সেলফি তুললে ছবিতে নাকি কাউকে চেনা যায় না, ঘোলা দেখায়। পেছনের ক্যামেরা ঠিক আছে, সমস্যা হলো সামনের ক্যামেরা নিয়ে। এখন তিনি ফোনের ক্যামেরা মেরামতের জন্য যেতে চান মেকানিকের কাছে।
তাঁকে অবশ্য মুঠোফোন মেরামতকারীর কাছে যেতে হয়নি। সমস্যা ছিল খুবই সামান্য। দীর্ঘদিনের ব্যবহারে ফ্রন্ট ক্যামেরার ওপরে ময়লার আবরণ পড়ায় ছবি তুললে ঘোলা দেখাত। পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গেছে।
মুঠোফোনের ক্যামেরায় ছবি ঘোলা দেখালে প্রথমেই ক্যামেরার কাচ পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেখুন কাজ হয় কি না। কাজ না হলে সফটওয়্যার হালনাগাদের চেষ্টা করুন। আর ক্যামেরা অ্যাপের সেটিংস ডিফল্ট করে দিন। সমস্যা যে অ্যাপে নয়, তা জানতে ক্যামেরার অ্যাপ বদলে নতুন কোনো ক্যামেরা অ্যাপ ইনস্টল করে ব্যবহার করে দেখুন। শেষ পর্যন্ত যদি মনে হয় যে মুঠোফোনের ক্যামেরার খুঁত আছে তবে মেরামতকারীর শরণাপন্ন হওয়াই সেরা সমাধান। নতুন একটা ফোন কেনার চেয়ে সেটা সহজ এবং কম খরচের।
দ্য নিউইয়র্ক টাইমস