১০. সুলতান আমির আহমেদের গোসলখানা, ইরান
১৬ শতাব্দীতে তৈরি করা হয়েছিল এই গোসলখানাটি। বর্তমানে পর্যটকদের সেরা আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম এটি। কারুকাজ করা টাইলস এবং কিছু জায়গায় স্বর্ণ দিয়ে সাজানো আছে এটি। ইরানে এটি অবস্থিত।
৯. সেছাওয়েন (নীলশহর), মরক্কো
গ্রামটি এমন জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছিল, যার চারপাশে রয়েছে রিফ পর্বতমালা। ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ গ্রামটি। পর্যটকদের আকর্ষণ করে সবচেয়ে বেশি এর নীল রঙের ছড়াছড়িতে। মরক্কোতে অবস্থিত এই গ্রামটি।
৮. মনতাজা প্রাসাদ, মিশর
১৯৩২ সালে বাদশা ফুয়াদ-১ এই প্রাসাদটি নির্মাণ করেন। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এটি। স্থাপত্য নিদর্শনে তুর্কি এবং ফ্লোরেন্সের ছাপ পাওয়া যায়। বর্তমানে এই প্রাসাদটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া আছে।
৭. বুর্জ আল আরব, সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের বুর্জ আল আরব হচ্ছে, পৃথিবীর অন্যতম বিলাসবহুল একটি হোটেল। আরব সভ্যতা অনুযায়ী ভেতরে এবং বাইরে কারুকাজ করা হয়েছে হোটেলটিতে। বাইরে থেকে দেখলে মনে হবে পালতোলা একটি নৌকা।
৬. ইসফাহান জামে মসজিদ, ইরান
এই মসজিদটি নিয়মিতভাবেই সংযোজন-বিয়োজনের মধ্যে আছে। নির্মাণকাজ শুরু হয়েছিল ৭ম শতাব্দীতে এবং শেষ হয় বিংশ শতাব্দীতে। ফার্সি সভ্যতার ছোঁয়া পাওয়া যায় এই মসজিদটিতে।
৫. হাসান মসজিদ, মরক্কো
বেশ কয়েকটি রেকর্ড ভাঙা মসজিদ এটি। আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এটি। পৃথিবীর সবচেয়ে বড় মিনার এই মসজিদেই। নির্মাণকাজ শেষ হয় ১৯৯৩ সালে। আটলান্টিক সাগরের তীরে অবস্থিত মরক্কোর এই মসজিদটি।
১৮৮৮ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে এটিকে বিবেচনা করা হয়। চারপাশের নানা রঙের কাচই এটার বিশেষত্ব। বাইরের আলো ভেতরে রঙ ছড়িয়ে দেয়।
১৬ শতাব্দীতে তৈরি করা হয়েছিল এটি। তুরস্কের ইরদিনে অবস্থিত এটি। ওসমানি খিলাফতের বিখ্যাত নিদর্শন এটি। এটাকে ইসলামি স্থাপত্যে অন্যতম সেরা হিসেবে ধরা হয়। সুন্দর-পরিচ্ছন্ন ডিজাইনের জন্য আজও সমাদৃত হয়ে আছে এটি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে এটি।
সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতির নামে তৈরি করা হয়েছে এই মসজিদটি। আধুনিক স্থাপত্যকর্ম দিয়ে তৈরি করা হয়েছে এটি। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এর নির্মাণ সামগ্রী নিয়ে আনা হয়েছিল। এমনকি অনৈসলামিক দেশ থেকেও।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.