গত বৃহস্পতিবার ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রাইজিং ডে। বিশেষ এই দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর রাজারবাগে ভিড় করতে থাকেন চলচ্চিত্রের তারকারা। কারণ সেদিন সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন তারা। এবারই প্রথম এ অনুষ্ঠানে চিত্রনায়িকা পপি ও মডেল সারিকার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন অভিনেতা জায়েদ খান।
জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করার আগে মহড়াও করতে হয় তাদের। জায়েদ খান মানবজমিনকে বলেন, পপির সঙ্গে এর আগে পারফর্ম করলেও এবারই প্রথম সারিকার সঙ্গে মঞ্চে পারফর্ম করলাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ এই অনুষ্ঠানে আমাদের পরিবেশনা সকলে উপভোগ করেছেন। অন্যদিকে, পপি অভিনীত
‘সোনাবন্ধু’ নামের একটি ছবি খুব শিগগিরই মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ডি এ তায়েব। তিনিও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পপি বলেন, ডিএমপির প্রতিষ্ঠার দিনের এই অনুষ্ঠানটি বেশ গুরুত্বপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই ভালো লেগেছে। অনুষ্ঠান শেষে জেনেছি সকলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ উপভোগ করেছেন। মাহবুবা শাহ্রীনের লেখা কাহিনীতে ‘সোনাবন্ধু’ ছবিটি পপির সামনে মুক্তি পাবে। এ ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। (ডিএমপি)-এর রাইজিং ডে-তে চলচ্চিত্রের তারকারা অংশ নেন।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পপি অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। অন্যদিকে জায়েদ খান বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন অভিনেতা। অল্প সময়ের চলচ্চিত্রের ক্যারিয়ারে জায়েদ খান তার অভিনয় দিয়ে আলোচিত হয়েছেন। জায়েদ খান ও পপি কয়েকদিন আগে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘রাজপথে আছি’। ছবিটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ। এর আগে এই জুটি রকিবুল আলম রকিবের ‘বিয়ে হলো বাসর হলো না’ নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেন।