ফ্রান্স ও বেলজিয়ামের পর এবার নিকাব নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো অষ্ট্রিয়া। দেশটির ক্ষমতাসীন জোট সরকার প্রকাশ্য স্থানে পুরো মুখ ঢেকে রাখার নিকাব নিষিদ্ধের বাপারে একমত হয়েছে।
সরকার বলছে, স্কুল-কলেজ, আদালত-এরকম জায়গায় নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে শরিক দলগুলো একমত। এছাড়াও যারা সরকারি চাকরি করেন তাদের মাথায় স্কার্ফ বা হিজাবের ওপর নিষেধাজ্ঞার কথাও বিবেচনা করা হচ্ছে।
২০১১ সালে ফ্রান্স ও বেলজিয়াম বোরখা নিষিদ্ধ করে। আর একই ধরনের পরিকল্পনা নিয়ে এখন আলোচনা হচ্ছে হল্যান্ডের পার্লামেন্টেও। ৎ
গেলো মাসে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলও তার দেশে নিকাব নিষিদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন। আইনগতভাবে যেখানেই এটি করা সম্ভব সেখানেই তা করা উচিত বলে জানান তিনি।