জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ব্যাপারে ইইউর নোংরামি করার প্রয়োজন নেই। তিনি বলেন, অন্য সদস্যদের ইইউ ছাড়তে নিবৃত্ত করার আলোচনা অগ্রাধিকারে রাখাও উচিত নয়।
মেরকেল বলেন, দ্রুত ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষেও তিনি নন।
গত বৃহস্পতিবার গণভোটের রায়ে ইইউ থেকে বেরিয়ে যায় ব্রিটেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ব্রিটেনকে ইইউ থেকে দ্রুত ছাড়ার আহ্বান জানানো হয়।
এরপর মেরকেল বলেন, ‘এটা (ব্রেক্সিট) চিরদিন লাগবে না, এটা ঠিক। তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছাড়া নিয়ে আমি লড়াই করব না।’
এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ওয়াল্টার স্টাইনমেয়ার বলেছিলেন, যত দ্রুত সম্ভব ইইউ ছাড়ার আলোচনা শুরু করতে হবে। ইইউর ছয় প্রতিষ্ঠাতা সদস্যের জরুরি বৈঠকের পর তিনি এ কথা বলেন।
ব্রিটেনের গণভোটের পর দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামী অক্টোবরের মধ্যে পদত্যাগের ঘোষণা দেন।
বার্লিনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে অংশ নেওয়া ছয় সদস্য দেশ হলো- জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস। ১৯৫০-এর দশকে দেশগুলো প্রথম ইইউতে যোগ দেয় এবং এখনো সংগঠনটির কেন্দ্রে রয়েছে তারা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.