রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১০ মামলায় বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়াকে ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দিলেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এদিন খালেদা জিয়ার ১০ মামলায় আদালতে হাজিরের দিন ঠিক ছিল। বেগম জিয়া হাজির না হওয়ায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে নতুন এ আদেশ দেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১০ মামলার অন্য আসামিরা হলেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।