সোয়া ২ লাখ প্রান্তিক কৃষককে প্রায় ৩৩ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। আউশ আবাদ, সবজির মাছি পোকা দমন এবং পাট ও আখের উৎপাদন বৃদ্ধিতে প্রদর্শনীর জন্য এ প্রণোদনা দেয়া হবে। প্রণোদনার অংশ হিসেবে কৃষকরা রাসায়নিক সার, বীজ, ফেরোমেন ফাঁদ ও প্রদর্শনীর সরঞ্জাম এবং সেচ সুবিধা পাবেন। গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, উৎপাদন বাড়াতে উফশী আউশে ৫১ জেলায় ২৭ কোটি ১০ লাখ টাকা, নেরিকা আউশে ৪০ জেলায় ৩ কোটি ৯০ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। এছাড়া, ৬৪ জেলায় কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমন, ৭ জেলায় পাট ও চট্টগ্রামে আখের উৎপাদন বাড়াতে এক কোটি ৯০ লাখ টাকা কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, উফশী আউশ আবাদে প্রত্যেক কৃষক উপকরণ বাবদ এক হাজার ৩৫৫ টাকা এবং নেরিকা আউশ চাষে এক হাজার ৯৫০ টাকা করে পাবে। প্রণোদনার কারণে অতিরিক্ত প্রায় ৭৭ হাজার টন চাল উৎপাদন হবে। উফশী আউশ আবাদে দুই লাখ কৃষক এক বিঘা করে জমিতে চাষাবাদে এ সহায়তা পাবে জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবে। সেচের জন্য পাবে ৪০০ টাকা। বিঘা প্রতি নেরিকা চাষাবাদে প্রণোদনা ২০ হাজার কৃষক জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, এক্ষেত্রে প্রত্যেক কৃষক ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবে। সেচের জন্য পাবে ৪০০ টাকা করে। আগাছা দমনের জন্য পাবে ৪০০ টাকা। আউশে প্রণোদনার কারণে ২৪৫ কোটি ৫৩ লাখ টাকার ৭৬ হাজার ৭৮৯ টন চাল উৎপাদন হবে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, উফশী আমনে প্রতি কেজি ৩২ টাকা করে চালের মূল্য হবে ২২৪ কোটি ৩২ লাখ টাকা। নেরিকায় চালের মূল্য হবে ২১ কোটি ৪০ লাখ টাকা। মতিয়া চৌধুরী বলেন, কুমড়ো জাতীয় ফসলে ফেরোমেন ফাঁদ স্থাপনের ক্ষেত্রে প্রতি ৫০ শতক জমির জন্য ৩৬টি লিউর, ১৮টি পটসহ রেজিস্ট্রার, সাইনবোর্ড কৃষকদের বিনামূল্যে দেয়া হবে। কৃষিমন্ত্রী বলেন, পাট ফসলের প্রদর্শনী স্থাপনের ক্ষেত্রে এক বিঘা জমির জন্য এক কেজি বীজ, ২৫ কেজি ইউরিয়া, ৮ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি, ১৫ কেজি জিপসাম, একটি সাইনবোর্ড ও একটি রেজিস্ট্রার বিনামূল্যে পাবেন কৃষক। এছাড়া প্রতি কৃষক ব্রিফিংস ভাতাসহ প্রদর্শনীর জন্য ৩০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তিনি বলেন, ফেরোমেন ফাঁদ স্থাপনে সহায়তা পাবেন ৫ হাজার ৯২০ জন, পাট ফসলের প্রদর্শনী স্থাপনে ৬৫ জন ও আখ ফসলের প্রদর্শনী স্থাপনে ৩ জন কৃষক সহায়তা পাবেন। সংবাদ সম্মেলনে কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.