নাটকের সঙ্গে দীর্ঘদিনের পথচলা অভিনেত্রী লারা লোটাসের। খণ্ড, ধারাবাহিক নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি। সে সঙ্গে কাজ করছেন উপস্থাপনায়ও। এরমধ্যে নতুন খবর দিলেন লারা লোটাস। এবার অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রে। লারা লোটাস আসছেন বাণিজ্যিক ধারার ছবিতে। আসাদুজ্জামান স্বপ্ন পরিচালনা করবেন এটি। তাতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে লারা লোটাস বলেন, নতুন এ ছবির কাজ শুরুর কথা মার্চ থেকেই। কিন্তু জানেন তো, আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। যে কারণে এখনই ছবির কোনো গানের শুটিংয়ে অংশ নিতে পারবো না। ঠিক হতে সময় লাগবে। অবশ্য নির্মাতা বলেছেন গানের বাইরের কাজগুলো শুরু করবেন। তবে ছবির চিত্রনাট্য আমার কাছে দারুণ লেগেছে। এত দিন এমন একটি কাজের জন্যই অপেক্ষা করছিলাম। বাণিজ্যিক চলচ্চিত্রের নতুন এ কাজের জন্য সবার কাছে দোয়া চাই। যেন ভালোভাবে কাজটি করতে পারি। আরো একটি নতুন খবর দিয়েছেন লারা লোটাস। এ বছরই তার লেখা নাটকের কাজ শুরু হবে। এক খণ্ডের একটি নাটকের চিত্রনাট্য লিখে রেখেছেন লারা লোটাস। এরইমধ্যে নির্মাতার সঙ্গেও কথা চূড়ান্ত হয়েছে। শিগগিরই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ মুহূর্তে ‘দূরত্ব’ ও ‘অধিবাসী’ নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন লারা লোটাস। পাশাপাশি মার্চ থেকে আরো একটি নতুন দীর্ঘ ধারাবাহিকের কাজ শুরু করবেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও নিয়মিত লারা লোটাস। বর্তমানে এশিয়ান টিভিতে প্রচার চলতি ‘ওয়ালটন এশিয়ান মিউজিক’ ও বাংলাদেশ টেলিভিশনের ‘জিপি আলাপন’ অনুষ্ঠান দুটির সঞ্চালনা করছেন।
এছাড়া সমপ্রতি এশিয়ান টিভিতে ‘প্রমিজেজ জানতে চাই’ শিরোনামে আরো একটি অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন লারা লোটাস। শুধু সঞ্চালনা নয়। অনুষ্ঠানটির গ্রন্থনাও তিনিই করছেন।