একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) ও আগামী সংসদ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের ফর্মুলা দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ফর্মুলা তুলে ধরবেন। বিএনপি সূত্রে জানা গেছে, ২০ নভেম্বরের মধ্যেই বিএনপি প্রধান সংবাদ সম্মেলনে আসছেন।
বিএনপি ও দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া ২০ দলের পক্ষে প্রস্তাব তুলে ধরবেন। ইতোমধ্যে তা প্রস্তুত করা হয়েছে। এই প্রস্তাবনা প্রণয়নে নির্বাচন কমিশন, সংবিধান ও আইন সম্পর্কে অভিজ্ঞ দলীয় নেতাদের পাশাপাশি বিএনপি ঘরানার কয়েকজন চিন্তকও কাজ করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন জরুরি। একইসঙ্গে নির্বাচনকালীন সরকারকেও নিরপেক্ষ হতে হবে। কি প্রক্রিয়ায় নিরপেক্ষ ইসি ও নির্বাচনকালীন সরকার গঠন করা সম্ভব, সেই বিষয়ে ২০ দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন জাতির সামনে প্রস্তাব পেশ করবেন।’