আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিগত চারদলীয় জোট সরকারের নেতৃত্বের সঠিক মিশন-ভিশনের অভাবে দেশের শিক্ষাখাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় এ খাতের সব সূচক ছিল নিম্নমুখী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব, সময়োপযোগী শিক্ষানীতি গ্রহণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারে দেশের শিক্ষা ব্যবস্থা এখন বিশ্বের রোল মডেল।
মঙ্গলবার মোহাম্মদপুরে কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের সহশিক্ষা সপ্তাহ-২০১৭’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মো. সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাদেক খান, অধ্যক্ষ এম এ সাত্তার, মতিউর রহমান মিয়া চাঁন ও অধ্যক্ষ মো. রহমত উল্লাহ।