বরগুনার বেতাগীর ৩৪ নং জলিশা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. মাইনুল ইসলামের লেখা চিঠিতে বিদ্যালয়ে দ্বিতল ভবন কাম সাইক্লোন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাইনুল ইসলাম আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান দখল করেছিল।
গত ২৯ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে পুরস্কার নেয়ার সময় প্রধানমন্ত্রীর হাতে একটি চিঠি তুলে দেয়। চিঠিতে নিজের স্কুলের সমস্যার কথা তুলে ধরে মাইনুল ইসলাম।
এছাড়া চিঠির সঙ্গে শ্রেণিকক্ষে পানি থাকা অবস্থায় বেঞ্চে বসে ছাত্র-ছাত্রীদের ক্লাস করার একটি ছবি এবং বিদ্যালয় প্রাঙ্গণে পানিতে শিক্ষার্থীদের বই নিয়ে দাঁড়িয়ে থাকার আরও তিনটি ছবি যুক্ত করে ওই শিক্ষার্থী।
এরপর গত ২৯ জানুয়ারি বিদ্যালয়ের সমস্যা দূর করতে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী অভিপ্রায় ব্যক্ত করেছেন জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে চিঠি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার বরগুনার বেতাগীর ৩৪ নং জলিশা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরিভিত্তিতে দ্বিতল ভবন কাম সাইক্লোন সেন্টার নির্মাণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে লেখা ওই ক্ষুদে শিক্ষার্থীর চিঠিতে স্কুলের সমস্যার কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জরুরিভিত্তিতে ব্যবস্থা নিয়েছি। জরুরি ভিত্তিতে আমরা জীর্ণ স্কুলভবন নির্মাণ করে দেই। এই শুষ্ক মৌসুমেই দ্বিতল ভবন কাম সাইক্লোন সেন্টার নির্মাণের কাজ শেষ হবে।