ব্রাজিলে গত বছরের অক্টোবর ও ডিসেম্বরের মধ্যে বেকারত্বের হার রেকর্ড ছাড়িয়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে বেকারত্বের হার ছিল ১২ শতাংশ। যদিও দেশটি চলমান অর্থনৈতিক মন্দা থেকে ধীর গতিতে বেরিয়ে আসবে বলে ধারণা করা হয়েছিল।
মঙ্গলবার ব্রাজিলিয়ান ইনস্টিটিউট ফর জিওগ্রাফি অ্যান্ড স্টেটিস্টিকস জানিয়েছে, ২০১৬ সালের শেষ দিকে বেকার লোকের সংখ্যা বেড়ে ১ কোটি ২৩ লাখে দাঁড়ায়। এক বছর আগের শেষ প্রান্তিকের চেয়ে বেকারত্বের এই সংখ্যা এক-তৃতীয়াংশের বেশি। এই বেকারত্ব প্রেসিডেন্ট মিশেল তেমেরের বাজার বান্ধব সরকারের জনপ্রিয়তায় ধস নামিয়ে দিয়েছে। পূর্বসূরী দিলমা রুসেফকে অভিশংসনের পর গত বছর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।