ল্যাবরেটরিতে স্বর্ণ তৈরি সম্ভব বলে দাবি করেছেন মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন।
সম্প্রতি বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশনের (এটুআই) হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার আয়োজনে ‘উদ্ভাবকের খোঁজে’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন আরিফুল।
এখানে তিনি তাঁর উদ্ভাবিত দুটি প্রকল্প ‘ল্যাবে স্বর্ণ তৈরি’ ও ‘পরমানু নিষ্ক্রিয়করণে ক্যাডমিয়াম’ প্রদর্শন করেছেন।
আরিফুল ইসলাম জানিয়েছেন,সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্ভাবনা নিয়ে শুরু হতে যাওয়া দেশের বৃহত্তম টিভি রিয়েলিটি শোতে অংশ নেবেন তিনি। আর এখানেই তিনি তাঁর প্রকল্প দেখিয়ে সবাইকে তাক লাগাবেন।
দেশের প্রতি ভালোবাসার টানে সুদূর মালয়েশিয়া থেকে আরিফুল এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
আরিফুল ইসলাম জানান, চলতি মাসের ২৬, ২৭ ও ২৮ ইং তারিখে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার আবদুর রাজ্জাক পার্কে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। আর সেখানেই তাঁর দুটি বিশেষ উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছে সবাই।
তথ্যসূএ: এনটিভি