‘ফিউচার ইন মোশন’ স্লোগান নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ১১তম বেসিস সফটএক্সপো-২০১৭। বাংলাদেশে তৈরি সফটওয়্যার দেশি-বিদেশিদের কাছে পরিচিত করার লক্ষ্যে আয়োজিত এই মেলা প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করছে তথ্যপ্রযুক্তিনির্ভর অনলাইন বাংলা চ্যানেল ডিজিবাংলা ২৪।
তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ২০টি সেমিনার, ১০টি টেকনিক্যাল সেশন এবং প্রথম ও চতুর্থ শ্রেণির শিশুদের নিয়ে বিশেষ কোডিং প্রোগ্রামসহ মেলার বিভিন্ন পণ্যের পরিচিতি বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে সরাসরি সম্প্রচার করা হবে।
২৭ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে বেসিসের কার্যালয়ে ডিজিবাংলা ২৪-এর সঙ্গে বেসিসের আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (Mou) চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিজিবাংলা ২৪-এর সিইও আতিকুর রহমান এবং বেসিসের পরিচালক ও বেসিস সফটএক্সপোর আহ্বায়ক সৈয়দ আলমাস কবির ও সহসভাপতি ফারহানা এ রহমান এবং ডিজিবাংলা ও বেসিসের কর্মকর্তারা।
যাত্রার শুরু থেকেই ডিজিবাংলা ২৪ বাংলাদেশের তথ্যপ্রযুক্তিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বেসিস সফটএক্সপো ২০১৭ মূলত সফটওয়্যার প্রতিষ্ঠানের জন্য একটি বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই মেলায় অংশগ্রহণের পাশাপাশি সারা বিশ্বের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়ে ডিজিবাংলা গর্বিত।
ডিজি বাংলা ২৪ (www.digibangla.tv) a2i, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বেসিসসহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন তথ্য ও প্রযুক্তিবিষয়ক কোম্পানির সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।
প্রবাসী বাংলাদেশিরা রেডিয়েন্ট আইপি টিভির গ্রাহক হলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সরাসরি টিভি সেটের মাধ্যমে এই ইভেন্ট দেখতে পাবেন।
বেসিসের ওয়েবসাইট, ফেসবুক এবং রেডিয়েন্ট আইপি টিভি মোবাইল অ্যাপ, অনলাইন, ফেসবুক, ইউটিউব এবং ডিজিবাংলা অনলাইন টিভি চ্যানেলের মাধ্যমে মেলার সব কটি ইভেন্ট সরাসরি উপভোগ করতে পারবেন।
তথ্যসূএ: ইন্টারনেট
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.