চিত্রনায়িকা মাহিয়া মাহি টানা এক মাসের বিরতির পর কাজে ফিরলেন। গতকাল থেকে তিনি নতুন ছবির কাজ শুরু করেছেন। নাম ‘জান্নাত’। ছবির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান এবং চিত্রনাট্য করেছেন আসাদ খান। আর নতুন এ ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এ ছবিতে মাহির বিপরীতে কাজ করছেন সাইমন সাদিক। ছবিটি নিয়ে মাহি মানবজমিনকে বলেন, আমাকে ঘিরেই ছবির গল্প। আর এ ছবিতে আমাকে খুবই সাধারণ সাজে দেখা যাবে। ছবিতে আমাকে দর্শক জান্নাত চরিত্রে খুঁজে পাবেন। আমি ও সাইমন আবারও একসঙ্গে কাজ করছি। আশা করছি, ছবিটি দর্শক পছন্দ করবেন। ছবির পরিচালক মানিক বলেন, গতকাল থেকে মানিকগঞ্জের হরিরামপুরে ‘জান্নাত’ ছবির কাজ শুরু করেছি। এখানে সেট ফেলে টানা ২০ দিন কাজ করার পরিকল্পনা রয়েছে। মাহি ও সাইমনের পাশাপাশি অভিনেতা আলীরাজ কাজ করছেন। আরো বেশকিছু শিল্পী সামনে কাজ করবেন। এ ছবিতে ভিন্ন লুকে দেখা যাবে সাইমন ও মাহিকে। ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ বেশকিছু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়ে অল্প সময়ে আলোচনায় চলে আসেন মাহি। সামনে মুক্তি পাবে তার অভিনীত দুটি ছবি। সেগুলো হচ্ছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ও শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’। এছাড়া একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’, বদিউল আলম খোকনের ‘হারজিৎ’, শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ ছবির বেশকিছু অংশের কাজ করেছেন তিনি। সামনে নির্মাতা মেহের আফরোজ শাওনের ‘নক্ষত্রের রাত’ ছবিতেও কাজ করবেন এ নায়িকা।
মাহি এর আগেও শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কাজ করেছেন। তাই নতুন ছবি ‘নক্ষত্রের রাত’ ছবিটি নিয়েও তিনি বেশ আশাবাদী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার হ্যান্ডসাম’ বিজয়ী বাঁধন। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম