গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হবার ১ মাস পেরিয়ে গেলেও এখনো জানা যায়নি খুনের প্রকৃত রহস্য। ধরাছোঁয়ার বাইরে প্রকৃত হত্যাকারীরা। এতে ক্ষুব্ধ ও হতাশ সাংসদের পরিবার ও এলাকাবাসী।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় এমপি লিটনের বাড়িতে এখন শুনশান নিরবতা।
স্থানীয়রা জানান, গেলো বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লিটনের পুলিশি নিরাপত্তা তুলে নেয়া হয়। এর মাত্র দু’দিন পর ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন তিনি। এ ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করা হলেও প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
হত্যার ১ মাস পেরিয়ে গেলেও পুলিশ খুনের কোনো কূল কিনারা করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন দলীয় নেতাকর্মী এবং স্থানীয়রা।
এ অবস্থায় হতাশ নিহত সংসদ সদস্যের পরিবারের সদস্যরাও।
পুলিশ জানিয়েছে, লিটন হত্যার রহস্য উদঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।
শুধু আশ্বাস নয়, প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.