সামির নাসরির অভিযোগ অস্বীকার করলেন পেপ গার্দিওলা। তিনি খেলোয়াড়দের ওপর সেক্সে কোনো নিষেধাজ্ঞা দেননি বলে জানালেন। বরং, সেক্স ছাড়া মাঠে ভালো ফুটবল খেলা সম্ভব নয় বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ। বেশি সেক্স করলে বেশি ভালো খেলোয়াড় হওয়া যায় বলেই মনে করেন তিনি। ফ্রান্সের মিডফিল্ডার সামির নাসরিকে চলতি মৌসুমের শুরুতে স্পেনের ক্লাব সেভিয়ার কাছে ধারে (লোন) দিয়েছে ম্যানচেস্টার সিটি। ওজন বেড়ে যাওয়ায় প্রাক-মৌসুম অনুশীলনে তাকে মূল দলের সঙ্গে রাখেননি ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। ওজন না কমালে তাকে কখনো একাদশে রাখবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। সেটা না মানায় নাসরিকে দলে রাখেননি গার্দিওলা। এমন কি মৌসুমের শুরুতেই তাকে অন্য ক্লাবে ধার দিয়ে দিয়েছেন। এই নাসরি দু’দিন আগে বোমা ফাটানো এক তথ্য দেন। ফ্রান্সের এক টেলিভিশন চ্যানেলে বলেন, ম্যানসিটির খেলোয়াড়দের ওপর বেশকিছু নিষেধাজ্ঞা দিয়েছেন গার্দিওলা। তিনি মধ্যরাতের পর খেলোয়াড়দের সেক্স করতে নিষেধ করেন। বিষয়টি ধরা পড়লে গার্দিওলা অনেক কঠোর আচরণ করেন বলে জানান তিনি। রাতে ভাল ঘুম হওয়ার জন্য গার্দিওলা নাকি এই নিয়ম জারি করেছেন। এছাড়া খেলোয়াড়দের স্লিম ও ফিট রাখতে খেলোয়াড়দের অতিরিক্ত সেক্সের ওপর নিষেধাজ্ঞা গার্দিওলার। বার্সেলোনার লিওনেল মেসি সেক্স থেকে বিরত থেকে মাংসপেশির টান থেকে সুস্থ হয়েছিলেন বলে সিটির খেলোয়াড়দের জানান গার্দিওলা। এছাড়া বায়ার্ন মিউনিখের বরার্ত লেওয়ানদস্কিও নাকি এই পদ্ধতি অবলম্বন করে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে গার্দিওলার বিপক্ষে নাসরির তোলা এইসব অভিযোগকে অস্বীকার করলেন ম্যানসিটির কোচ। বরং গার্দিওলা বলেন, ‘পার্টনারের সঙ্গে সেক্স না করলে মাঠে ভাল ফুটবল খেলা সম্ভব নয়।’ বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ আরো বলেন, ‘আমি কখনো এটা করি না। কখনও আমি সেক্সের ওপর নিষেধাজ্ঞা দিইনি। বরং, তুমি যত বেশি সেক্স করবে তত বেশি ভালো খেলোয়াড় হয়ে উঠবে।’ তবে খেলোয়াড়দের ওপর বেশি ভারী খাবার খাওয়ার ওপর গার্দিওলার নিষেধাজ্ঞার যে বিষয়টি নাসরি অভিযোগ করেন সেটাকে স্বীকার করলেন তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.