করি করি করেও এখনো বিয়ের কাজটি সারতে পারেননি সালমান খান। নায়িকাদের সঙ্গে কেবল প্রেমই করে যাচ্ছেন তিনি। তার প্রেমিকাদের তালিকায় অন্যতম হলেন কাটরিনা কাইফ। তবে অনেক দিন হয় সম্পর্ক ভেঙে গেছে তাদের। মাঝে মধ্যে অবশ্য তাদের নিয়ে নতুন করে প্রেম-রোমান্সের নানা খবর বাতাসে ভেসে বেড়ায়। কিছুদিন বাদে আবার সেসব হারিয়েও যায় অন্য তারকাদের প্রেম-রোমান্সের খবরের ভিড়ে। এবার দু’জনকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক খবর। জানা গেছে একসঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন এই জুটি। কারণ ‘পার্টনার’, ‘এক থা টাইগার’-এর মতো বেশ কিছু হিট ছবির পর ফের অনস্ক্রিনে দেখা যাবে এই জুটিকে।
ছবির পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। আগামী মার্চে শুরু হবে এটির শুটিং। জানা গেছে, তার কাজেই একসঙ্গে অস্ট্রিয়া যাবেন সালমান-কাটরিনা। এক ভারতীয় ও এক পাক গুপ্তচরের প্রেম নিয়ে এ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। এ ছবির মধ্য দিয়ে পাঁচ বছর পর ফের পর্দায় সালমান-কাটরিনার রোমান্স দেখবেন দর্শক।