২০০৯ সালের পর টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা পজিশনে উঠে গেলেন ইউনুস খান। সে বছর মার্চে পাকিস্তানের এ ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করে তিনি পুরস্কার পান। ৭ বছর পর ফের শীর্ষের পথে ইউনুস খান। দুই নম্বরে উঠে গেছেন ৩৮ বছর বয়সী এ ব্যাটসম্যান। অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ১২৭ ও ২৯* রান করেন। এতে তার দল পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়। আর তিন ধাপ এগিয়ে দ্বিতীয় টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গেলেন ইউনুস খান। ৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ইউনুস খানের পয়েন্ট ৮৬০। তাদের পরে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের জো রুট, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল হক আছেন তালিকার দশম স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭৮ ও ৯ রান করে দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে গেছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। আর অভিষেক টেস্টেই ১৯ ও ৬৪* রান করে তালিকার ১০০ এর মধ্যে ঢুকে গেছেন সাব্বির রহমান। বাংলাদেশের এ তরুণ ব্যাটসম্যান আছেন ৯২তম স্থানে। অন্যদিকে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে সাকিব আল হাসান ১৫ আর ৬ ধাপ এগিয়ে তাইজুল ইসলাম ৩৬তম স্থানে উঠে গেছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.