ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে মার্কিন ফ্যাশন রিটেইলার নর্ডস্টর্ম। নিজেদের সকল দোকান থেকে এই ব্র্যান্ডের পণ্য সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে ব্যবসা করা দোকান বর্জনের এক প্রচারণার পর ওই ব্র্যান্ডের বিক্রি কমে গেছে। এ কারণেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কার নিজ নামের ব্র্যান্ডটি বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে নর্ডস্টর্ম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। নর্ডস্টর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে
কাটতির ওপর ভিত্তি করে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেন তারা। তাদের দোকানগুলোতে আনুমানিক ২ সহস্রাধিক ব্র্যান্ডের পণ্য রয়েছে। এখান থেকে ব্র্যান্ড কাটছাঁট করা তাদের ব্যবসার নিয়মিত চর্চা। এক বিবৃতিতে নর্ডস্টর্ম আরও বলেছে, প্রতি বছর আমরা আনুমানিক ১০ শতাংশ বাদ দেই। আর নতুন কিছু যোগ করি। এক্ষেত্রে ব্র্যান্ডের (ইভাঙ্কা ট্রাম্প) কাটতির ওপর ভিত্তি করে আমরা এ মৌসুমে তাদের পণ্য না কেনার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে #গ্র্যাবইয়োরওয়ালেট শীর্ষক একটি প্রচারণায় ক্রেতাদের আহ্বান জানানো হয়েছে ট্রাম্প পরিবারের সঙ্গে ব্যবসা করা দোকানগুলোকে বর্জন করার জন্য। নির্বাচনী প্রচারণা চলাকালীন অক্টোবর মাসে প্রকাশিত ২০০৫ সালের পুরনো এক রেকর্ডিংয়ে ট্রাম্পের মুখে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য শুনে অনলাইনে এ প্রচারণা শুরু করেন দুই নারী।
নর্ডস্টর্ম থেকে ইভাঙ্কা ট্রাম্প বাদ দেয়ার ঘোষণা আসার পর #গ্র্যাবইয়োরওয়ালেট প্রচারণার সহপ্রতিষ্ঠাতা শ্যানোন কোল্টার টুইট করেছেন, ‘বড় খবর। আপনারা এটা করতে পেরেছেন। আমি মুগ্ধ।’ গ্র্যাবইয়োরওয়ালেট ডট ওআরজি ওয়েবসাইটে ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট বা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের একটি তালিকা আছে।
ইভাঙ্কা ট্রাম্পের ব্র্যান্ডে পণ্যগুলোর মধ্যে রয়েছে জুতা, ব্যাগ ও পোশাক। এছাড়া তিনি অলঙ্কার নকশা ও বিক্রি করেন। ট্রাম্প অর্গানাইজেশনের কর্মকর্তারা বলেছেন, ইভাঙ্কা নিজের ও তার পিতার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদ থেকে পদত্যাগ করতে চান। তবে, প্রোপাবলিকা ওয়েবসাইট জানিয়েছে, এখনও তা হয়নি।