ধোবাউড়ায় ১ লাখ টাকার জন্য ১০ মাসের এক শিশুকে আছড়ে হত্যা করল চাচা। পাওনা টাকা আদায় করতে গিয়ে বাবার সঙ্গে ঝগড়া করে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুটিকে টিউবওয়েল বাঁধানো পাকা ফ্লোরে আছাড় দিয়ে হত্যা করে পাষণ্ড চাচা। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় (চক্রনা) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মুন্সিরহাট বাজারের একটি সমবায় সমিতি থেকে ১ লাখ টাকা ঋণ নেয় ওই সমিতির সভাপতি মুসা। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা পরিশোধ করেনি সে। ওই সমিতির আরএম মুসার চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন (৪৫) টাকা আদায় করতে মুসার বাড়িতে যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ঝগড়া হয়। এসময় রাগে জাহাঙ্গীর হোসেন মায়ের কোল থেকে মোহনা নামের শিশুটিকে কেড়ে নিয়ে টিউবওয়েল বাঁধানো পাকা ফ্লোরে আঘাত করে। গুরত্বর আহত অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শওকত আলম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও অভিযোগ পায়নি, পাইলে ব্যবস্থা নেয়া হবে।