নতুন বছরে দর্শকদের জন্য নতুন ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করবেন আবুল হায়াত। নাটকের গল্প ভাবনা তার নিজের। লিখছেনও তিনি। তার সঙ্গে নতুন একজন নাট্যরচয়িতাও রয়েছেন। নাটকের নাম ‘তিন পাগলের হলো মেলা’। এতে তিন পাগলের চরিত্রে অভিনয় করছেন আগুন, সাজু খাদেম ও শতাব্দী ওয়াদুদ। আগুন একজন বাউল হতে চায়। অন্যদিকে সাজু খাদেম খুব অলস প্রকৃতির, কিন্তু তার কিছু নীতিগত গুণ আছে। আবার শতাব্দী একজন হতাশাগ্রস্ত চলচ্চিত্র পরিচালক। এই তিন ছন্নছাড়া একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তারা লোকালয় ছেড়ে দূর কোথাও চলে যাবে যেখানে সবকিছু সুন্দর। অন্যদিকে আবুল হায়াত দেশে ফেরা একজন মুক্তিযোদ্ধা। একসময় হতাশ হয়ে দেশ ছেড়ে চলে গেলেও তিনি চান দেশের মাটিতেই যেন তার মৃত্যু হয়। এই নিয়ে ‘তিন পাগলের হলো মেলা’ নাটকের গল্প। ধারাবাহিকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, তিনজন ছন্নছাড়া মানুষ নতুন একটি পৃথিবী দেখার স্বপ্ন, সংগ্রাম নিয়েই আপাতত এগিয়ে যাবে নাটকের গল্প। এরইমধ্যে ৫২ পর্ব নির্মাণের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আগুন, সাজু, শতাব্দী তিনজনই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করছেন। সত্যি বলতে কী আমিতো অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু তারপরও নির্মাতা হিসেবে ক্ষুধা থেকে যায় বলেই নিজের কষ্ট হলেও নাটক নির্মাণ করি। আমি মনে করি শিল্পী হিসেবে দায়বদ্ধতা থেকেই নাটকনির্মাণ করি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.