অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজের বার্ষিক আয় এখন প্রায় তিন কোটি মার্কিন ডলার। বর্তমানে তাকে বিশ্বের অন্যতম ধনী তারকা হিসেবেই চেনেন সবাই। লোপেজ তার অসাধারণ অভিনয় ও গানের বদৌলতে এই সুখ্যাতি অর্জন করেছেন। কিন্তু শৈশব-কৈশোর বেশ অর্থকষ্টেই কেটেছে তার। সমপ্রতি নিজের জুতার ব্র্যান্ড ‘জুইসেপে জানোত্তি’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় লোপেজ বলেন, আমার জীবনে আজকে হয়তো কোনো অভাব নেই। কিন্তু এক সময় আমার জুতার তলায় ছিদ্র থাকতো। ফুটোওয়ালা জুতা পরেই শৈশব-কৈশোর পার করতে হয়েছে আমাকে। সে সময়ের কথা আমি কখনো ভুলি না। তিনি আরো বলেন, আজ আমি আমার নিজের জুতার কোম্পানি খুলছি। তাই শৈশব ও কৈশোরের সেই কষ্টগুলোর কথা অনেক মনে পড়ছে। আজ আমি অনেক সফল। সেজন্য নিজেকে ভাগ্যবতী মনে করি। এ বক্তব্য রাখার সময় নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান এ অভিনেত্রী। তিনি বলেন, আমার পরিবার আমার বড় শক্তি। তারা ছিল বলেই আজ আমি এখানে। আমি যখন পেছন ফিরে দেখি, তখন আমার জীবনে পরিবারের মানুষগুলোর অনেক অবদান দেখতে পাই। উল্লেখ্য, জনসম্মুখে নিজের অতীত নিয়ে এমন তথ্য অকপটে প্রকাশ করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বেশ আবেগময় করে তুলেছিলেন জেনিফার লোপেজ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.