বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬ বিলটি পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিলের ওপর আনীত জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবসমুহ কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলে কৃষিতে উচ্চ উৎপাদনশীলতা অর্জনে গবেষণা বা উদ্ভাবসহ কৃষি বিষয়ে অবদানের জন্য পুরস্কার প্রদানে তহবিল গঠন ও পরিচালনার বিধান প্রণয়নে এই বিলটি আনা হয়।
বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের পর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করা হবে। কৃষিখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিলটি আনা হয়েছে বলে জাতীয় সংসদে মন্ত্রী জানিয়েছেন। বিলে কৃষিমন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রীকে চেয়ারম্যান করে ১১ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
ন্যাশনাল ক্যাডেট কোর বিল
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল পাস করার প্রস্তাব করেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এরআগে বিলটির ওপর ২টি সংশোধনী গ্রহণ করে আনীত অপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবসমুহ কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
পাস হওয়া বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর পরিচালনার জন্য এ যাবৎ কোনো আইন প্রণীত হয়নি। সরকারের নির্বাহী আদেশে এ কোর পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কার্যক্রমের পরিধি বহুলাংশে বিস্তৃত হওয়ায় এ কোরের জন্য একটি সময়োপযোগী আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.