মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঁচটি দেশের নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। দেশগুলো থেকে চরমপন্থীরা কুয়েতে প্রবেশ করতে পারে আশঙ্কা করে এই সিদ্ধান্ত নেয় দেশটি।
দেশগুলো হলো: পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরান।
তবে সিরিয়ার নাগরিক প্রবেশে আগেই একবার নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। ২০১১ সালেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গালফ কো অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ হওয়ায় কুয়েতের এ সিদ্ধান্ত জিসিসিভুক্ত অন্যান্য দেশ ও ইরানের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।
২০১৫ সালে কুয়েতের একটি শিয়া মসজিদে জঙ্গি হামলায় ২৭ জন কুয়েতের নাগরিক নিহত হন। ২০১৬ সালে এক্সপ্যাট ইনসাইডারের করা এক জরিপে দেখা যায়, কঠোর সাংস্কৃতিক আইনের কারণে প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে বাজে গন্তব্য হলো কুয়েত।