’সচেতনতা’ – এই ছোট্ট শব্দটি দিয়ে বদলে ফেলা সম্ভব অনেক কিছু। একটি সমাজের প্রত্যেকটি মানুষ যখন সচেতন,তখন সেই সমাজটিই পারে সকল বাধা বিপত্তিকে পেরিয়ে সামনে এগিয়ে যেতে। “বাংলার গান ও কথা “র জন্ম আমাদের চারিপাশের মানুষগুলোর মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক পরিবর্তনকে ছিনিয়ে আনার জন্য আর সেই সাথে অভিবাসীদের জীবনের মান উন্নয়ন করা । বলাই বাহুল্য, সেই পরিবর্তন সৃষ্টির পথটি অত্যন্ত কণ্টকাকীর্ণ। সমাজের খুব কম মানুষই এই কঠিন পথটি বেছে নেয় এবং নিজের জীবনকে উত্সর্গ করে পরিবর্তনের হাতিয়ার হিসেবে। কতখানি কঠিন সে পথ পাড়ি দেয়া সেটা শ্রোতারা শুনেছেন আমাদের শহরের অতি প্রিয় মুখ ‘বাংলার গান ও কথা’ র প্রথিষ্ঠাতা জেবুন্নেসা চপলার কাছ থেকে। তিনি ২০১৫ সালে “কমিউনিটি লিডারশিপ, সোশ্যাল একটিভিজম এবং ভলান্টিয়ারিসম ক্যাটাগরিতে” বাঙ্গালীদের জন্য এক বিরল সম্মান এনে দিয়েছেন “সিবিসি সাসকাচুয়ানের ভবিষ্যতের ৪০ কমিউনিটি লিডার সম্মাননা ” প্রাপ্তির মাধ্যমে। তিনি এই শহরের প্রথম বাঙ্গালী নারী যিনি কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এর এই সম্মাননা পেলেন। অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলেন ঈশিতা ফারজানা। জেবুন্নেসা চপলার সাক্ষাৎকার থেকে জানা যায় কমিউনিটিতে স্বেচ্ছাসেবকের কাজ করা জরুরি কেন এবং তার মাধ্যমে কিভাবে সামাজিক পরিবর্তন সম্ভব। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন ডঃ রঞ্জন দত্ত।
আমাদের সঙ্গে থাকুন প্রতি রোববার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত।
আপনারা ‘ বাংলার গান ও কথা ‘ শুনতে পাবেন প্রতি রবিবার সাস্কাটুন সময় সকাল ১০ টায় , বাংলাদেশ সময় রবিবার রাত ১০ টায় , কলকাতা সময় রাত ৯.৩০ টায় , টরন্টো , অটোআ , নিউ ইওর্ক এবং মন্ট্রিয়েল সময় সকাল ১২ টায় আর লন্ডন সময় দুপুর ৩.০০ টায় শুনতে পাবেন CFCR ৯০.৫ এফ এম এ অথবা সরাসরি অনলাইনেও শুনতে পারেন নিচের লিঙ্কটিতে ক্লিক করে – http://www.cfcr.ca/onair
পৃথিবীর যেকোনো প্রান্ত হতে। ‘বাংলার গান ও কথা’ নিজে শুনুন এবং অন্যকে শুনতে উৎসাহিত করুন।
বিভিন্ন পত্র পত্রিকার লিংক গুলো নিচে দেয়া হলো :
সিবিসি সম্মাননা পেলেন বাংলাদেশের চপলা.
http://womenchapter.com/views/
http://www.cbc.ca/news/canada/