ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ছিল প্রস্তুতি ম্যাচের মতোই। তবে আইসিসির সহযোগীদের বিপক্ষে মারাত্মকভাবে বাংলাদেশের ক্রিকেটারদের ভুল ত্রুটিগুলো ফুটে ওঠে। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩শ’ করেও জিততে পারেনি স্বাগতিকরা। এরপরও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের বাঘই মনে করছেন ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। কাল শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে গতকাল সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, ‘কেউ যখন ঘরের মাঠে খেলে তখন সে হচ্ছে বাঘ। আমরা হোমে খেলছি, তারা এখানে আসছে। আগে তারা কী করেছে ওইগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা ভালো ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করতে পারছি কিনা।’ এমনকি ঘরের মাঠ বলে ৩৫০ তাড়া করতে ভয় পাচ্ছেন না সাব্বির। তিনি বলেন, ‘হোমে খেলা যেহেতু তাই সুবিধা থাকবে আমাদের। উইকেট খুব ভালো থাকবে। ওরা যদি ৩০০-৩৫০ রান করে। আমরা চেজ করতে পারবো। এই দক্ষতা আমাদের আছে।’ গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। সেখানে অবশ্য ছিল অধিনায়ক মাশরাফিকে নিয়ে আলাদা একটা উচ্ছ্বাসও। তার জন্মদিনে মাঠেই সকলে শুভেচ্ছা জানান। এরপর ব্যাটিং-বোলিং আর ফিল্ডিংয়ে মনোযোগী হন ক্রিকেটাররা। লম্বা একটা সময় অনুশীলন করেন তারা। মূলত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং শক্তিটা সবাইকে একটু হলেও আলাদা করে চিন্তার খোরাক দিয়েছে। বাংলাদেশের করা ৩০৯ রান টপকে জিতে গেছে ইংলিশরা। ইংল্যান্ডের শক্তি নিয়ে সাব্বির বলেন, ‘ইংল্যান্ড অনেক ভালো দল। তিনশ’ রান চেজ করা এতো সহজ নয়। তারপরও তারা চেজ করে জিতেছে। ওরা অনেক ভালো ব্যাটসম্যান, অনেক অভিজ্ঞতা আছে।’ তবে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সেরা বোলাররা ছিলেন না। এছাড়া স্পিনারদেরও সে ভাবে ব্যবহার করা হয়নি। প্রস্তুতি ম্যাচে কৌশলগত কারণেই ব্যবহার করা হয় বেশি পেসার। এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘প্রস্তুতি ম্যাচে আমাদের অনেক মূল বোলার বল করেনি। তাই মূল ম্যাচে পরিস্থিতিটা ভিন্ন হতে পারে।’ আফগানদের বিপক্ষে খেলা আর ইংল্যান্ডের বিপক্ষে খেলা এক বিষয় নয়। বলেন, ‘তেমন পার্থক্য হবে না। আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। প্রস্তুতি পর্বটা শেষ। অনেকদিন পর অনেক ভালো দলের সঙ্গে খেলবো। আফগানিস্তানের বিপক্ষে আমরা কী করেছি না করেছি সেটা ভাবছি না। আমাদের মূল ফোকাস ইংল্যান্ড সিরিজ।’ ২০১১ ও ২০১৫ সালের দুটি বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এটিও আলাদা করে আত্মবিশ্বাস দেবে টাইগারদের। বিশ্বকাপের সেই অনুপ্রেরণা নিয়ে সাব্বির বলেন, ‘বিশ্বকাপে ওদের আমরা হারিয়েছি, এর আত্মবিশ্বাস আমাদের মধ্যে অবশ্যই আছে। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো খেলি, ইনশাআল্লাহ সিরিজ জিততে পারবো। এখন ইংল্যান্ড দলে অনেক ভালো ব্যাটসম্যান আছে। তাদের অনেকেই বিপিএল, ডিপিএলে খেলে গেছে। তারা জানে স্পিন বল কীভাবে খেলতে হয়। বাংলাদেশের উইকেট কেমন আচরণ করে। আশা করছি ওতোটা কঠিন হবে না, যদি আমরা স্পিন আক্রমণে সফল হতে পারি।’ ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করার জায়গাটি ভীষণ নড়বড়ে। এই পজিশনে ধারাবাহিক সফল ক্রিকেটার খুবই কম। তবে ছয় সাতে খেলা সাব্বির রহমানকে আফগানদের বিপক্ষে সুযোগ দেয়া হয়েছিল তিনে খেলার। সেখানে তিনি ৬৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তাই দল পরবর্তীতে তাকে সেখানেই খেলাতে পারে। সাব্বিরও প্রস্তুত তিনেই নিজেকে সেরা হিসেবে মেলে ধরতে। সাব্বির বলেন, ‘গত ম্যাচে কোচ আমাকে তিন নম্বরে খেলার কথা বলেছে। আমি হ্যাঁ বলেছি। গত কিছুদিন ধরেই আমি তিন নম্বরে ব্যাটিং করেছি। এমনকি প্রিমিয়ার লিগেও নম্বর তিনে ব্যাটিং করেছি। ওখানে আমি মানিয়ে নিয়েছি। এজন্যই কোচ আমাকে তিনে পাঠিয়েছে। তবে টিম যেখানে চাইবে সেখানেই আমি খেলতে প্রস্তুত।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.