স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : ফোকাস বাংলা
সম্প্রতি রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় স্তম্ভিত হয় পুরো দেশ। আর ভয়াবহ ওই দুটি সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত মূলত উঠতি বয়সী কিছু বিপথগামী তরুণ, যারা আবার দেশের নামি-দামি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংস জঙ্গিবাদের বিষ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। তাই ভয়াবহ এই প্রবণতা থেকে মুক্ত হতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিভাবকরা বসলেন আলোচনায়।
জঙ্গিবাদ নির্মূল ও শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে বিরত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এবং নিয়মিত সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক কার্যক্রম বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিক এক সভায় তারা এ মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তুলে ধরেন জঙ্গি নির্মূলে সরকারের বিভিন্ন কার্যক্রম। সেই সঙ্গে সন্তান যাতে বিপথগামী না হয়, সেজন্য পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিবাদ রুখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের বিষ রুখতেই হবে।’ আর এ জন্য শিক্ষকদের নিজ নিজ দায়িত্বে অটল থাকতে আহ্বান জানান মন্ত্রী।
আগামী ১ আগস্ট পূর্ণ হবে গুলশানের হলি আর্টজান রেস্তোরাঁয় নৃশংস হামলার এক মাস। আর দেশের ইতিহাসের এই কালো দিনটি স্মরণে ওই দিন দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.