ভর্তি বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন দুদকের দেয়া চিঠির জবাব দিয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, এ চিঠির কারণে শীর্ষ মহল থেকে তদবির কমেছে। দুদকের এমন চিঠিকে ইতিবাচক হিসেবেই দেখছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
দুদকের কাছে জমা বিভিন্ন অভিযোগের কারণে গত ৮ জানুয়ারি রাজধানীর ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন শ্রেণির শূন্য আসন সংখ্যা, শূন্য আসনে ভর্তি পদ্ধতি ও নীতিমালা সম্পর্কে তথ্য চেয়ে চিঠি দেয় দুদক।
ভর্তি বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো-ভিকারুণনিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যন্ড কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যন্ড কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী গার্লস স্কুল অ্যন্ড কলেজ, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যন্ড কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় এবং মনিপুর উচ্চ বিদ্যালয়।
গত ১২ জানুয়ারি ছিল তথ্য জমা দেয়ার শেষ দিন। এরই মধ্যে জবাব দিয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠান প্রধানরা বলেছেন, দুদকের কার্যকর পদক্ষেপের কারণে আগামীতে শিক্ষার্থী ভর্তিতে স্বচ্ছতা আসবে। ভর্তি পরীক্ষায় অনিয়ম আর অতিরিক্ত ভর্তি ফি নেয়ার অভিযোগ নতুন নয়।
প্রতি বছরই এ নিয়ে মন্ত্রণালয় নিজস্ব কমিটি গঠন করে। তবে দুদকের চিঠি দেয়ার ঘটনা এবারই প্রথম।