রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মুঠোফোন ব্র্যান্ড জেলটার প্রথম দোকান চালু হয়েছে। সম্প্রতি এর উদ্বোধন করেন স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ, কর্ণফুলী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক রাজীব চৌধুরী এবং স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের পরিচালক মাকিন উর রশিদ।
দোকান উদ্বোধন উপলক্ষে চলছে সেলফি প্রতিযোগিতা। দোকানটিতে গিয়ে সেলফি তুলে ফেসবুকে পেজের (www.facebook.com/Zeltamobile) ইনবক্সে ছবি পাঠালে লটারির মাধ্যমে নির্বাচিত করে পুরস্কার দেওয়া হবে। মুঠোফোন কিনলেও পাওয়া যাবে উপহার।