চিত্রনায়িকা নিপুণ নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পার্লার নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ কারণে অভিনয়ে মনোযোগী হতে পারছেন না দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। সবশেষ গত বছর তৌকীর আহমেদের পরিচালনায় ‘অজ্ঞাতনামা’ ছবিতে অভিনয় করেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিতে বিউটি নামে একটি চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পান নিপুণ। এরপর নতুন কাজে তাকে না দেখা গেলেও শিগগিরই ছোট পর্দায় ফিরছেন তিনি। ‘ডন’ নামে নতুন একটি ধারাবাহিকের কাজ করবেন তিনি। পাঁচ বছর পর দীর্ঘ এই ধারাবাহিকে কাজ করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে নিপুণ মানবজমিনকে বলেন, সবশেষ মাসুদ সেজানের ‘রেড সিগন্যাল’ ধারাবাহিক নাটকে কাজ করেছিলাম। সেটাও তো প্রায় পাঁচ বছর আগের কথা। দীর্ঘ সময় পর ‘ডন’ নাটকে কাজের জন্য রাজি হয়েছি। এখানে আমার বিপরীতে থাকবেন জাহিদ হাসান। মুহাম্মদ মামুন-অর-রশীদের রচনায় ইমরান হাওলাদর এ নাটকটি পরিচালনা করবেন। এ নাটকের নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন সাদিয়া ইসলাম মৌ। ভালো একটি কাজ হতে যাচ্ছে। আশা করি, দর্শক ‘ডন’ ধারাবাহিকটি পছন্দ করবেন। এছাড়া নিপুণ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটনের রাইজিং ডে উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন। এখানে তার সঙ্গে ড্যান্স করেন চিত্রনায়ক ইমন। অনেকদিন পর এমন অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ আনন্দিত তিনি। নিপুণ বলেন, অনুষ্ঠানে অনেক তারকা উপস্থিতি ছিল। আর এ ধরনের বিশেষ অনুষ্ঠানে অনেকদিন পর পারফর্ম করলাম। সকলে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। উল্লেখ্য, ‘পিতার আসন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে যাত্রা শুরু নিপুণের। ২০০৮ সালে ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। এরপর একে একে অভিনয় করেন ‘আমার প্রাণের স্বামী’, ‘মেয়ে অপহরণ’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘বাবার কসম’, ‘বড় লোকের জামাই’, ‘জমিদার বাড়ি’, ‘কোটি টাকার ফকির’, ‘চাঁদের মতো বউ’, ‘শুভ বিবাহ’, ‘মা বড় না বউ বড়’সহ আরো বেশ কয়েকটি ছবিতে। এভাবে ক্রমশ নিজেকে চলচ্চিত্রাঙ্গনেই ব্যস্ত করে তোলেন তিনি। রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খানসহ এই সময়ের সম্রাট, নিরবের সঙ্গেও কাজ করেছেন তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.