বিতর্কিত সীমান্ত দেয়াল নির্মাণ ব্যয় ইস্যুতে উত্তেজনা কমাতে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শুক্রবার সকালে এ ফোনালাপ হয়।
মেক্সিকো সরকার জানায়, বিরাজমান মতপার্থক্য কমাতে দেশ দু’টি অঙ্গীকারাবদ্ধ।
এদিকে মেক্সিকো সীমান্তে দেয়ার নির্মাণ করে বিচ্ছিন্নতার পথে না হাঁটতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন বার্লিনের মেয়র মাইকেল মুয়েলার।
দেশটির এ সিদ্ধান্ত লাখ লাখ মানুষের জীবন ধ্বংস করবে বলে জানান তিনি। বার্লিন ওয়ালের কথা মনে করিয়ে তিনি বলেন, বার্লিন প্রাচীরের কারণে ১৯৬১ থেকে ৮৯ সাল পর্যন্ত বিভক্ত ছিল শহরটি।