ভারতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্ট ম্যাচ। এজন্য বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
সকাল ১১টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা যাবে টিম বাংলাদেশ। কলকাতা থেকে বিকেল সাড়ে ৩টায় ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে রওনা হবে মুশফিকের দল।
২ ঘন্টা ১০ মিনিট বিমান ভ্রমণের পর হায়দরাবাদে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদে দল কোন হোটেলে উঠবে, সেটা নিশ্চিত করতে পারেনি বিসিবির লজিস্টিক বিভাগ।
১৫ সদস্যের দলের সঙ্গে টিম ম্যানেজার সাব্বির খান, কোচ ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরাও থাকবেন। সব মিলিয়ে ২৩ জনের বহর বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওনা হবে। হায়দরাবাদে পৌঁছার পর শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ৪ ফেব্রুয়ারি শনিবারও অনুশীলন করবে টাইগাররা।
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম(অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিষ রায়, শফিউল ইসলাম, লিটন কুমার দাস, ইমরুল কায়েস ও মমিনুল হক।
ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.