শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। রোববার বিকালে এক আলোচনা সভায় বক্তব্যের শেষে সাংবাদিকদের কাছে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিনন্দন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমি তাদেরকে (নতুন কমিটি) অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারো এই প্রত্যাশা করছি যে, জাতির যে আশা, যে আকাংখা গণতন্ত্র ফিরিয়ে দেয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেয়া তার জন্য তারা কাজ করবেন।’
এর আগে সেগুন বাগিচায় কচিকাঁচা মেলা মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রয়াত চলচ্চিত্রকার নজরুল ইসলাম চাষীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানের চাষী নজরুলের জীবন-কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
আওয়ামী লীগের অনুষ্ঠিত জাতীয় সম্মেলন প্রসঙ্গে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘জনগনের জন্য, দেশের মানুষের যে চাহিদা তার জন্যে তারা (আওয়ামী লীগ) সম্মেলনে কিছুই বলেননি। এই সম্মেলনে মূল বিষয়টাই নেই।’
তিনি বলেন, আজ বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংকট হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নেই। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা (আওয়ামী লীগ) কী করবেন, সেটা তারা বলেননি। মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য কী করবেন, সেটা তারা বলেনি। ভোটের যে অধিকার তারা ছিনিয়ে নিয়ে গেছেন, সেই অধিকারকে ফিরিয়ে দেয়ার জন্য কী করবেন তা তারা বলেননি।’
ফখরুল আরও বলেন, আশা করেছিলাম কাউন্সিলে গণতন্ত্র পুনরুদ্ধারের পথনির্দেশনা দেখতে পাবো। কিভাবে গণতন্ত্রের পথে ফিরে আসবে, একটি সংলাপের ব্যবস্থা করবেন, কিভাবে বিরোধী দলের সঙ্গে একটি সমঝোতা করা যায় সেই ব্যাপারে প্রধানমন্ত্রী কথা বলবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি পাইনি। জাতি অনিশ্চয়তার মধ্যে ছিল, অনিশ্চয়তার মধ্যে থেকে গেছে।
গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপির ‘এক হাজার নেতা-কর্মী হত্যা’, ‘পাঁচ শতাধিক গুম হওয়’সহ লাখ লাখ মিথ্যা মামলায় বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল।
জোটের সহ-সভাপতি প্রয়াত চাষী নজরুল ইসলামের সহধর্মিনী জ্যোৎসা কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় এতে সাংবাদিক মাহফুজউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাসাস সাধারণ সম্পাদক মুনির খান প্রমুখ বক্তব্য রাখেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.