রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তিচ্ছুরা নির্দিষ্ট ফি জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ২৩ থেকে ২৭ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ৫৬ টি বিভাগ ও দু’টি ইনিস্টিটিউটে চার হাজার ৭৩ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এদিকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় সার্বিক দিক বিবেচনা করে আবেদনের নূন্যতম যোগ্যতা কমানো হয়েছে। তবে বিগত বছরের চেয়ে আবেদন ফি ইউনিটপ্রতি বাড়ানো হয়েছে।
ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় সাম্প্রতি এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন ভিসি অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
অধ্যাপক মিজানউদ্দিন বলেন, গতবছর যে যোগ্যতা বাড়ানো হয়েছিল, সেটুকু এবার কমানো হয়েছে। দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় এটা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
আবেদনের যোগ্যতা শিথিল : ভর্তিচ্ছুদের জন্য এ বছর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে। মানবিক শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ পেতে হবে। যা আগে ছিল ৭ দশমিক ৫০। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ দশমিক ৫০ সহ মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে। যা আগে ছিল ৮।
আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ দশমিক ৫০ সহ মোট জিপিএ ৮ পেতে হবে। যা আগে ছিল ৮ দশমিক ৫০।
বেড়েছে আবেদন ফি : এবছর ৭টি ইউনিটে আবেদন ফি কিছুটা বাড়ানো হয়েছে। আবেদনের জন্য বি ইউনিটে ফি ৩৩০ টাকা, সি ইউনিটে ৭১৫ টাকা, ডি ইউনিটে ৫৫০ টাকা, ই ইউনিটে ৮২৫ টাকা, এফ ইউনিটে ৬০৫ টাকা, এবং এইচ ইউনিটে ৫৫০ টাকা ফি ধার্য করা হয়েছে। তবে এ, জি ও আই ইউনিটে ফি অপবির্তিত রয়েছে।
ভর্তি আবেদনের নিয়ম : ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে যোগ্যদেরকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.ru.ac.bd অথবা http://admission.ru.ac.bd অনলাইন এপ্লিকেশনে গিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে। পছন্দের ইউনিটের পাশে থাকা ‘এপ্লাই’বাটনে ক্লিক করে পরবর্তী পেইজে গিয়ে ফি পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফি পরিশোধের গোপন নম্বরটি নিশ্চিত করে ‘নেক্সট’বাটনে ক্লিক করে পরবর্তী পেইজে গিয়ে সর্বোচ্চ একশ’ কিলোবাইটের ৩০০/৪০০ পিক্সেল সাইজের জেপিজি ফরম্যাটের রঙিন ছবি আপলোড করতে হবে। পরে আবেদনকারীকে পূরণ করা সম্পূর্ণ আবেদন ফরমটি দেখানো হবে। এসময় কোনো প্রকার ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে। সকল তথ্য ও ছবি সঠিক হলে কমপ্লিট এপ্লিকেশন বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে। এসময় আবেদনকারীকে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও ট্র্যাকিং আইডি (যা পরবর্তীতে প্রবেশপত্র সংগ্রহে প্রয়োজন পড়বে) দেয়া হবে। প্রবেশপত্র সংগ্রহের নির্দিষ্ট সময়ের মধ্যে ওই আইডি দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্রের নিচে পরীক্ষার্থীর আসন বিন্যাস দেয়া থাকবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.