দেশের টিভি চ্যানেলগুলোতে নাটক, টেলিছবি, নৃত্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, সেলিব্রিটি টকশোসহ নানা ধরনের অনুষ্ঠান প্রচার হয়ে আসছে নিয়মিত। একটা সময় এসব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন দর্শকরা। কিন্তু সময়ের পরিক্রমায় এসব টিভি অনুষ্ঠান দর্শক হারাচ্ছে ক্রমশ। দেশীয় ড্রইংরুম মিডিয়ার কেন এই করুণ দশা- এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, এর অন্যতম কারণ হচ্ছে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সহজলভ্যতা। সেসব চ্যানেলের অতি জৌলুসপূর্ণ অনুষ্ঠানগুলো আমাদের দেশের দর্শকরা এখন খুব সহজেই পেয়ে যাচ্ছেন বলে দেশীয় টিভি অনুষ্ঠান থেকে তারা দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রকৃতপক্ষে এটাই কি কারণ? এমন জিজ্ঞাসার উত্তরে পাওয়া গেছে এর পক্ষ এবং বিপক্ষ দুই ধরনের অভিমত। বিশিষ্টজনদের সেসব অভিমত নিয়েই সাজানো হয়েছে এ প্রতিবেদন। গ্রন্থনা করেছেন মারুফ কিবরিয়া
অরুণা বিশ্বাস দেশের দর্শক নিজেদের অনুষ্ঠান না দেখে অন্য দেশ নিয়ে মাতামাতি করবে বিষয়টা কার ভালো লাগে! স্বাভাবিকভাবে আমি এর পক্ষে নই। তবে ভারতীয় চ্যানেল দেখি। কেন দেখি? আমাদের দেশের অনুষ্ঠানের মান ভালো না। দর্শক হিসেবে যখন টিভির সামনে বসি ভালো লাগার কিছু দেখতে পাই না। যদি বলা হয় ঢাকা শহরের দর্শক তো নাটক দেখছেন। বাহবা দিচ্ছেন। ঢাকা তো পুরো দেশ নয়। গ্রামগঞ্জে মানুষ তাদের চাহিদা অনুযায়ী কিছু দেখতে পারছেন না। তাই তারা বিনোদনের জন্য ভারতীয় চ্যানেল বেছে নিয়েছেন। শুধু প্রেম আর নোংরামি দেখালেই কি নাটক হয়ে যায়? আমাদের চ্যানেলগুলোর অনেক ঘাটতি আছে। এগুলো কাটিয়ে না উঠতে পারলে ইন্ডাস্ট্রি আরও খারাপের দিকে যাবে।
শফিক সাদেকী আমরা নিজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছি। ভুলে গিয়েছি আমাদের নাটকের একটা ঐতিহ্য রয়েছে। ভারতীয় চ্যানেল আমাদের এখানে দেখানো হচ্ছে। কিন্তু ভারতে আমাদের কোনো চ্যানেল দেখানো হয় না। আমাদের অনুষ্ঠান যদি ভারতে প্রচার করা যায় তাহলে দর্শক কম্পেয়ার করতে পারতেন। আমাদের এখানে একটাই দুর্বলতা। ভালো বাজেট না থাকায় মেধাসম্পন্ন লোকজন থাকা সত্ত্বেও কিছু হচ্ছে না। সে সঙ্গে চ্যানেলগুলোর বিজ্ঞাপন প্রচারের সুষ্ঠু নিয়মনীতি নিয়ে প্রশ্ন আছেই। ভারতীয় চ্যানেলগুলো ভালো বাজেট নিয়ে সুন্দর গল্পের মাধ্যমে দর্শককে চ্যানেলের মাঝে আটকে রাখতে পারে। সে সঙ্গে বিজ্ঞাপন বিরতির ক্ষেত্রেও অনেক সচেতন। আর আমাদের এখানে বিজ্ঞাপন শুরু হলে কোথায় যে হারিয়ে যায় তার কোনো ঠিক থাকে না।
আরমান পারভেজ মুরাদ ভারতীয় চ্যানেলের নাটকের যখন দুর্দান্ত সময় যাচ্ছিল তখনও ওদের দর্শক আমাদের নাটক দেখার জন্য বাড়িতে অ্যান্টেনা ব্যবহার করতেন। আর এখন আমাদের দর্শক ভারতীয় চ্যানেল নিয়ে মাতামাতি করে। কেন হবে না বলুন। আমরা গুণী মানুষদের কদর করতে জানি না। যাকে তাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলে দিচ্ছি সে সুপারস্টার। কাজের লোক দিয়ে কাজ না হলে তো দেশীয় অনুষ্ঠানের বারোটা বাজবেই। যেকোনো অনুষ্ঠান দর্শক ধরে রাখতে হলে যোগ্য লোকদের আগে প্রাধান্য দিতে হবে। আমাদের এখনো যেসব ভালো নাটক হচ্ছে সেগুলো দিয়ে প্রতিযোগিতায় এলে ভারতীয়রা ধারেকাছেও ঘেঁষতে পারবে না। কিন্তু সঠিক ও সুষ্ঠু নিয়মনীতির অভাবে কিছুই করা সম্ভব হচ্ছে না।
অঞ্জন আইচ ভারতীয় চ্যানেলে যেসব নাটক প্রচার হচ্ছে সেগুলো কি আদৌ রুচিসম্মত? আমার তো মনে হয় না। খারাপ জিনিসের প্রতি মানুষের সবসময়ই এক ধরনের আকর্ষণ থাকে। সে জায়গা থেকে দর্শক ওই রুচিহীন নাটক দেখছেন। আর ভারতীয় চ্যানেলের কারণে দর্শক দেশীয় অনুষ্ঠান দেখছেন না সেটা ঢালাওভাবে বলাও যাবে না। একশ্রেণীর মানুষ সেগুলো গ্রহণ করছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য নেতিবাচক দিক বলেই আমি মনে করি। আগ্রাসনের ফলে আমাদের গর্বের ফিল্ম ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে গেছে। এখন নাটকের অবস্থাও নড়বড়ে। তবে যেকোনো সমস্যা চিরস্থায়ী নয়। ভালো দিন আসবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.