আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, অপরাধীরা যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সরকারি দলের নেতাকর্মীরা অপরাধ করে কেউ পার পাবে না। যারা বিশৃংখলা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, তাদের কোন ছাড় নেই। তিনি শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরো বলেন, অপরাধীদের কোন দল নেই, সমাজ নেই। তারা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করার চিন্তা করে। এদের যথাসময়ে প্রতিহত করা না গেলে সার্বিক ভাবে এলাকার আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটবে। এজন্য পুলিশ প্রশাসনকে সার্বক্ষনিক সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় প্রতিমন্ত্রী আগামী ২৮ মে সিংড়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ট ও অবাধ নিরপেক্ষ করতে প্রশাসনসহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করার আহবান জানিয়ে বলেন, নির্বাচনে কেউ বিশৃংখলার সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, জেলার অন্যান্য উপজেলায় যে সুশৃংখল ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সিংড়ায় তার ব্যত্যয় ঘটবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম ও শামিমা হক রোজি। এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী পলক উপজেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.