ওমরান দাকনিশের রক্তমাখা ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সে হয়ে ওঠে সিরিয়া যুদ্ধের প্রতীক। বছরখানেক আগে তুরস্কের সমুদ্র সৈকতে পড়ে থাকা আয়লান কুর্দির ছবির মতো তার ছবিও নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। কিন্তু তার জন্য, সিরিয়ার যুদ্ধের জন্য সত্যিই কি কিছু করেছে বিশ্ব? বড়রা সেটা না করলেও ওমরানের ছবি দেখে নিজেকে স্থির রাখতে পারেনি ৬ বছর বয়সী মার্কিন শিশু অ্যালেক্স। সরাসরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে একটি চিঠি লিখেছে সে। চিঠিতে ওমরানকে নিজের পরিবারের সঙ্গে থাকার প্রস্তাব দিয়েছে অ্যালেক্স। তার এই চিঠি সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। চিঠির প্রাপক ওবামার নজরেও আসে তা। তিনি স্বীকার করে নিয়েছেন, চিঠির লেখক অ্যালেক্স এমন একটি শিশু যে এখনও ‘নিরাশ, সংশয়বাদী বা আতঙ্কিত হওয়া শিখেনি।’ বিবিসি’র খবরে বলা হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে অ্যালেক্সের চিঠিটি। ফেসবুকে এখন পর্যন্ত তা ৬০ হাজার বারেরও বেশি শেয়ার হয়েছে। ওই চিঠিতে অ্যালেক্স লিখেছে, ‘প্রিয় প্রেসিডেন্ট ওবামা, সিরিয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া ওই ছেলের কথা আপনার স্মরণে রয়েছে? আপনি কি দয়া করে তার কাছে যেতে পারেন এবং আমাদের বাসায় নিয়ে আসতে পারেন? আমরা আপনাদের আগমনের জন্য পতাকা, ফুল ও বেলুন নিয়ে অপেক্ষায় থাকবো। আমরা তাকে একটি পরিবার উপহার দেবো এবং সে হবে আমাদের ভাই।’ একজন শিশুর প্রতি আরেক শিশুর এমন মানবিক ভাবনা স্পর্শ করেছে বারাক ওবামাকেও। তিনি জাতিসংঘের শরণার্থী সংকটবিষয়ক বিশেষ সম্মেলনে বক্তব্য রাখার সময় উল্লেখ করেন এই চিঠির কথা। ওবামা বলেন, ‘আমাদের সবারই অ্যালেক্সের মতো হওয়া উচিত। এমন একটি বিশ্বের কথা কল্পনা করুন যেখানে আমরা সবাই তার মতো। ভাবুন, এতে করে কতো দুর্দশার অবসান আমরা ঘটাতে পারতাম, কত জীবন আমরা বাঁচাতে পারতাম।’ প্রেসিডেন্ট ওবামার এমন প্রতিক্রিয়ার প্রশংসা অনেকেই করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে তাদের সব প্রশংসা যেন বরাদ্দই ছিল অ্যালেক্সের জন্য। টেক্সাসের একজন নারী ফেসবুকে লিখেছেন, ‘৬ বছর বয়সী ওই শিশুর মধ্যে যে মানবিকতা, ভালোবাসা ও বোঝাপড়া রয়েছে তা বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের মধ্যেই তো নেই। ওই শিশুর অভিভাবকদের জানাই শ্রদ্ধা।’ অন্য একজন লিখেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট যখন ওই চিঠি পড়ছিলেন, আমি তা শুনেছি। আগে থেকেও এই চিঠির কথা জানা থাকলেও এটা আবার পড়তে গিয়ে আমি কান্না থামিয়ে রাখতে পারছি না।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সিরিয়ান শরণার্থীদের জনপ্রিয় একটি ব্র্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। ওই বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এসব চমৎকার শিশুরা তো কারও না কারও সন্তান। তাদের কেউই খেলার কোনো বিষয় নয়।’ অন্য একজন লিখেছেন, ‘অ্যালেক্সের মতো একজন শিশু যা বুঝতে পারে, আমরা বড়রা তা কবে বুঝতে পারবো?’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.