মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন বা নতুন নেতৃত্ব বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। গতকাল সকালে সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমেরিকার সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না বরং বাংলাদেশের স?ঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনে আরো বিস্তৃত ও গভীর হবে। বার্নিকাট জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে মার্কিন দূত বলেন, যুক্তরাষ্ট্রে যেভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে বাংলাদেশেও এমনটি হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে। ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরো বাড়বে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.