স্বপ্ন ডানা মেলেছে ভারতের বিপক্ষে জয়ের পরই। মঙ্গলবার ওমানকে ১০-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেটি কেবল বড়ই হয়েছে। বাংলাদেশ দল এখন চোখ রাখছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শিরোপায়। আজ দুপুরে প্রথম সেমিফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। এ ম্যাচে জয়তো বটেই আসলে ফাইনাল পর্যন্ত চোখ রোমান রাব্বিদের। ফাইনালের স্বপ্ন পূরণের ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত। বাংলাদেশের গ্রুপের অন্য দল ওমানও ভালো প্রস্তুতি নিয়ে ঢাকা এসেছিল। শুধু প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। ওমান জার্মানিতে অনুশীলন শেষে পাকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলে ঢাকায় এসেছে। অথচ বাংলাদেশ দল বিকেএসপিতে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলেছে নৌবাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে। নামকা ওয়াস্তে অনুশীলন ম্যাচ আর দেড় মাসের প্রস্তুতিতে বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দারুণ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারানোর পর ওমানকে পাত্তা দেয়নি স্বাগতিকরা। দুটি ম্যাচেই অসাধারণ খেলেছেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। দুই ম্যাচ মিলিয়ে সাত গোল করেছেন মেরিনার্সে খেলা এই ডিফেন্ডার। রোমান, আশরাদ, রাব্বি, মহসিন, নাঈমরাও নজর করেছেন দুই ম্যাচেই। এদের উজ্জীবিত পারফরমেন্সের ওপর ভর করেই ফাইনালে চোখ রাখছে টিম ম্যানেজমেন্ট। ‘এখন ফাইনালের কথাই ভাবছি। চাইনিজ তাইপে অবশ্যই ভালো টিম। তবে ওদের যে খেলাগুলো এখন পর্যন্ত দেখেছি তাতে ভালো কিছুই আশা করছি’- বলছিলেন দলের প্রধান কোচ কাওসার আলী। শিরোপায় চোখ থাকলেও সেটা যে খুব সহজ হবে না তা স্বীকার করতে কোন সংকোচ করেননি বিকেএসপির এই কোচ, ‘ভারত বা পাকিস্তানের যেই আসুক ফাইনালে জিততে হলে আমাদের অঘটন জাতীয় কিছুই করতে হবে।’ ভারতের বিপক্ষে জয়ের পরও অঘটন শব্দটি আসছে কেন? কাওসার আলী দিলেন সেই ব্যাখ্যা, ‘বড় টিমগুলো যত খেলতে থাকে, পারফরমেন্সও তাদের উন্নতির দিকে যেতে থাকে। প্রথম ক’ম্যাচের থেকে ওদের (ভারত- খেলা অনেক বদলে গেছে। ভারতের সঙ্গে আমরা ৫ গোলে জিতেছি এটা ছিল ওদের জন্য প্রথম ধাক্কা। সেই ধাক্কা সামলে নিয়ে এখন ওরা কী করবে জানি না। পাকিস্তানের খেলা দেখেও মনে হয়েছে ওদেরও যে কোনো কিছু করার সামর্থ্য আছে।’ ফাইনালে উঠতে পারলে ভারত-পাকিস্তানের মধ্যকার যে কোনো একদলকে পাবে বাংলাদেশ। ঢাকায় ২০১০ সালের এসএ গেমসের হকি ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল হকির দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হকিতে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আলোচনা। সেই ধারাবাহিকতায় ছোটদের বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে আজ বিকাল তিনটায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তারা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.