যানজটের ভোগান্তি নিরসনে বড় সভা-সমাবেশ সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে আয়োজন করার জন্য রাজনৈতিক দল ও তাদের অংঙ্গ-সংগঠনগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেছেন, প্রায়ই দেখা যায় কিছু রাজনৈতিক দল পুরো রাস্তা দখল করে সভা-সমাবেশ করায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর কবলে পড়ে পরীক্ষার্থী, গুরুতর অসুস্থ্য রোগীসহ সংশ্লিষ্টরা গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন। আমরা সবাই সচেষ্ট ও মানবিক হলে নগরবাসী এর থেকে পরিত্রান পেতে পারেন। তিনি ডিএমপিকেও এ ধরনের পরিস্থিতিতে আরো দ্রুততার সাথে সতর্কভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানান।
আজ রাজধানীর পান্থকুঞ্জ পার্কে নব-নির্মিত অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে মেয়র একথা বলেন। নবনির্মিত এ আধুনিক ও দৃষ্টিনন্দন পাবলিক টয়লেটে নারী ও পুরুষের জন্য পৃথক চেম্বার, লকার, হ্যান্ডওয়াশিং শাওয়ার, বিশুদ্ধ খাবার পানির সুবিধা, ২৪ ঘণ্টা বিদ্যুৎ এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস আক্তারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মেয়র সাঈদ খোকন শিল্পকলা একাডেমী মাঠে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা-২০১৭ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মেয়র বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের বিভিন্ন সূচকে পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ইত্যাদি বিষয়ে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়ন ও অগ্রগতির এ ধারা বহাল থাকবে ইনশাল্লাহ। ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল উপস্থিত ছিলেন। পরে মেয়র সবাইকে সাথে নিয়ে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.