মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে কার্টার জানান, সেনা সদস্যদের মধ্যে থাকবে বিশেষ বাহিনীর প্রশিক্ষক, পরামর্শক এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। সিরিয়ায় অবস্থানরত মার্কিন স্পেশাল ফোর্সের ৩০০ জন সদস্যের সাথে তারা যোগ দেবেন। গত মাসে মার্কিন সমর্থিত কুর্দি এবং আরব যোদ্ধারা ঘোষণা দেয় যে, তারা রাকা দখলে অভিযান শুরু করেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বলছে, তারা তথাকথিত ইসলামিক স্টেটের ‘রাজধানী’ রাক্কার উত্তরাংশে প্রবেশ করেছে। বৈঠকে কার্টার বলেন, ২০০ জন অতিরিক্ত সেনারা স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্রসজ্জিত করা এবং তাদেরকে প্রেরণা যোগানোর কাজ করবে। মার্কিন নেতৃত্বাধীন একটি জোট মূলত বিমান হামলার মাধ্যমে সিরিয়ায় এবং পার্শ্ববর্তী ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
তবে সিরিয়ায় মূল সংঘাতটা হচ্ছে রাশিয়া সমর্থিত সিরিয়ার বাশার-আল-আসাদের সরকার এবং তুরস্ক, উপসাগরীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী বাহিনীর মধ্যে। বর্তমানে দেশটির একসময়কার সবচেয়ে বড় শহর আলেপ্পো মূলত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে সরকারপন্থী বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো দখল করে যাচ্ছে। শনিবার এক সাক্ষাত্কারে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা বলেছেন, সরকার যদি আলেপ্পোতে বিজয়ীও হয়, তারপরও যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। তাই দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা আনয়নে শক্তি-বিনিময় চুক্তি একান্ত কাম্য। সুদূরপ্রসারে এর মানসিক প্রভাব পড়বে। তাছাড়া শনিবার আলেপ্পোর পরিস্থিতি নিয়ে জেনেভায় ইউএস ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে সিরীয় বিরোধীদের জন্য সমাধান বের করতে প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট জন কেরি ও ফ্যান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন-মার্ক আয়রাল্ট ও সিরিয়ার বিরোধী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পাতা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.